Statusworlds.comStatusworlds.com
  • Home
  • News
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • Tech
  • Tips
  • Travel
Facebook Twitter Instagram
Trending
  • 110+ Heartwarming Hug Status and Quotes for Every Occasion
  • 171+ FF Status and Quotes for Every Occasion
  • UA712 Status: 125+ Updates, Quotes, and Insights for Travel Enthusiasts
  • 116+ Inspirational Chanakya Status and Quotes for Success
  • 170+ Inspirational Sabar Status and Quotes
  • SQL Functions: Working with Data Functions
  • 107+ Thought-Provoking Devil Status and Quotes
  • Redefining Urban Homes: The Advantages of Renting Furniture
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Facebook Twitter Instagram
Statusworlds.comStatusworlds.com
Subscribe
Thursday, September 21
  • Home
  • News
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • Tech
  • Tips
  • Travel
Statusworlds.comStatusworlds.com
Home»Status

300+ Best Bengali Status For Bengali People [ বেস্ট বাংলা স্ট্যাটাস ]

By RymeDecember 6, 2019Updated:September 6, 2023 Status 10 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Bengali Status :- আমরা জানি যে আমাদের প্রতিদিনকার জীবনে সোশাল মিডিয়ার গুরুত্য অপরিসীম্. সোশাল মিডিয়ার কিছু ভালো দিক আছে,তেমনি কিছু খারাপ দিক আছে যে যেভাবে পারিচালনা করে .মাঝে মাঝেই আমরা অমাদের কাজের ফাঁকে দেখে নিই যে কে কী ধরনের স্ট্যাটাস  আপলোড করলো. তাই তাদের সাথে পাল্লা দিয়ে নিজেদের ঐতিহ্য বজায় রাখার জ্ন্য় আপনিও নিজের স্ট্যাটাস আপলোড করেন নিজেদের Facebook and What’s app Account এ. তাই বেস্ট Bengali Status পেতে visit করুন আমাদের ওয়েব্সাইটে. এখানে অপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের(যেমন-শুভ সকাল, শুভ সন্ধ্যা ,শুভ রাত্রি ,ভালবাসা, বন্ধুত্য, দু:খ ,জন্ম্দিন্, বিবাহ বার্ষিকী প্রভৃতি )  Bengali Status For Your Facebook and Whats app. তাই বেস্ট বাংলা স্ট্যাটাস পেতে visit করুন আমাদের ওয়েবসাইট্.

 

Bengali Status For Morning 

                                                                             শুভ সকাল

Bengali Status

আয় না আবার আয় না ফিরে,হাঁটব দুজন হাতটি ধরে

একলা আমি আছি বসে,আয় না আবার চুপটি করে বসবি পাশে,

থাকবো আমি চুপ করে,শুনবো কথা ঝিম ধরে…!!!-শুভ সকাল..

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা সকাল মানে

ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।

আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।

সকালে ঘুম থেকে জেগে উঠে তোমাকে এই মেসেজটি পাঠাচ্ছি যাতে তুমি

ঠিক যে মুহূর্তে ঘুম থেকে উঠবে সাথে সাথে আমার কথা প্রথম ভাবো।

শুভ সকাল ।

মাঝরাত থেকে টিপ টিপ বৃস্টি পরছে

সবাইকে জানাই বৃস্টি ভেজা সকালের শুভেচ্ছা

※শুভ সকাল※

ভোরের আলো দিল উঁকি,,, তোমার আশায় আমি থাকি… আমার কাছে আসবে বলে,,,

বাগান ভরা ফুলে ফুলে… খুশির জোয়ার সীমাহীন,,, তোমায় জানাই গুড মর্নিং।

ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্ন গুলো জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়,

তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল কাটলো রাত তোমাকে জানাই

শুভ  প্রভাত।

মায়াবী একটা সকাল, “কুয়াশাচ্ছন্ন   একটা  সূর্য” বিশাল একটা  আকাশ , এলো মেলো

বাতাস, অপরূপ পাখি সুন্দর একটা দিন, তোমাকে জানাই “Good Morning”

♣→ শিশির ভেজা দুর্বা ঘাসে, ←♣

♣→ শিশির কণা বলছে হেসে। ←♣

♣→ বিদায় নিয়েছে হিমেল রাত, ←♣

♣→ জানাই তোমাদের সুপ্রভাত। ←♣

—– সবাই কে জানাই শীতের সকালের কুয়াশা ভেজা শীতল শুভেচ্ছা—–

                                                 শুভ সকাল….

ভোর বেলার রবির আলো অলস চোখে দেখা ,

আজ সকালের নীল আকাশে মেলেছে পাখি পাখা ,

সোনা রঙের রোদ বলেছে ফুরিয়ে গেল রাত ।

 দিনের শুরুতে তোমায় জানাই “সুপ্রভাত” ।

Bengali Status For Evening

 
                                                                       শুভ সন্ধ্যা
Bengali Status

দিন চ্লে গেছে সুর্যাস্তের শেষ অভাটুকু নিযে,তমার সাথে এখন আছে সন্ধ্যের নাতিশীতষ্ণ

অনুভুতি. তোমার সন্ধ্যা বেলাটা হয়ে উঠুক মধুর. শুভ সন্ধ্যা.

তোমাদের সকল কে জানাই সন্ধ্যে বেলার প্রীতি ও শুভেচ্ছা.

সন্ধের স্পেশাল কফি..একটা তোমার , একটা আমার…শুভ সন্ধ্যা

আমি তোমাকে খুব ভালোবাসি এ কথা সবাই বলে কিন্তু এর মর্যাদা কেউই রাখে না…

শুভ সন্ধ্যা…

কখনও কখনও একাকিত্বটা মনকে কে বড় বেশিই একা করে দেয়…শুভ সন্ধ্যা…

তোমার সঠিক মূল্যায়ন হয় তোমার কাজের মাধ্যমে…শুভ সন্ধ্যা…………….

Bengali Status For Night

 
 
                                                                           শুভ রাত্রি

Bengali Status

 জোনাকি হল রাতের বাতিস্বপ্ন নাকি ঘুমের সাথি।

 মন হল মায়াবী পাখি।ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।

 তাই জানাই তোমাদের”শুভ রাত্রি”

রাত শুধু আধার নয়,একটু খানি আলো ।

রাত শুধু খারাপ নয়,স্বপ্ন গুলো ভালো ।

তাই ঘুমিয়ে পরো,ভাল থেকো ।”শুভ রাত্রি”

আজকের এই উত্তাল রাতে,

আকাশের পানে তাকিয়ে,

চাঁদের সৌন্দর্য দেখে,

মন কে শান্ত রাখার চেষ্টা করে,

তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।

যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে

কালো হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে ,

কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ কন্যার মত দেখি … — শুভ রাত্রি —

 আজকের এই উত্তাল রাতে,

আকাশেরপানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে,

 মন কে শান্ত রাখার চেষ্টা করে,তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।

  “আমার আকাশে তুমি জ্বলে আছো চাঁদ হয়ে।

 আর সেই চাঁদের আলোতেই তো আমি অন্ধকার রাতে পথ চলতে শিখেছি।

 শুভ রাত্রি।”

স্বপ্ন মানে বাতির খেলা!! স্বপ্ন ভালোবাসা!!

স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!!

স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!!

স্বপ্নমানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি!!

 নিরব নিস্তব্ধ এই রাতে,

আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে ।

দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,

এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত.

          ***শুভ রাত্রি***

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !

মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে

দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।

এ কথা যদি সে জানতো ? ” শুভ রাত্রি “

সন্ধ্যা তোমার লালচে আকাশ,

মনের ভুলের রাতে।

না ঘুমোনো তারা কিছু,

জাগবে তোমার সাথে । #শুভ_রাত্রি

 

Love Bengali Status

                                                                    ভালবাসা
Bengali Status

ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন ।

পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি,

সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যামান থাকে।

ফুল দিয়ে পুজা হয়,পাতা দিয়ে নয়।

মন দিয়ে প্রেম হয়, রুপ দিয়ে নয়।

তাই তো কাজী নজরুল কয়-ভালবেসে এগিয়ে যাও নেই কোনো ভয়,

একদিন হবেই ভালবাসার জয়।

যদি এমন কাউকে পেতাম যে আমাকে অন্তর দিয়ে ভালবাসবে

যার সব ভালবাসা আমায় গিরে থাকবে.

তবে আমি এই পৃথিবীর বিনিময়েও

তাকে হারিয়ে যেতে দিতাম না ।

ভালোবাসা পরিমাপ এর একক হলো ” বিশ্বাস ” ….

একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,

তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে ।

আমার নাম  আই আমার সমস্যা লাভ  আর আমার সমাধান ইউ  ! আই লাভ ইউ .

ভালবাসার যদি একটা কম্পিটিশন হতো,

আমি নিশ্চয়ই ‘ডিস্কওয়ালিফায়েড হতাম কারণ

আমি তোমাকে সব নিয়ম ভেঙেই ভালবাসি !

অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায় ,

অনেক যত্ন করে রেখেছি তোমায়।

তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না ,

কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।

ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান

তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পার

তার বেশি তো আমি চাইতে পারি না

          ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে    পারি  না ।

 

Friendship Bengali Status

                                                                           বন্ধুত্য
 
Bengali Status

সুর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধা পর্যন্ত,

 চাঁদের বন্ধুত্ব সন্ধা থেকে সকাল পর্যন্ত,

 কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত!

                       আকাশ দেখেছি,, নদী দেখেছি,, দেখেছি অনেক তারা..

                        দেখেনি আজ ও ফেসবুকে আমার আসল বন্ধু কারা…!

বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে,

কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনই শেষ হবে না।

বন্ধুতে আলো, বন্ধুতে ভয়, বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়…

সবাই আমার বুন্ধু নয়। আবার, আমার বুন্ধু সবার মত নয়।

 সে আমার কথা মনে রাখে শত কাজের ভিরে।

  ফ্রী হলে ডাকি ও আমায়, আছি আমি তুমার দুয়ারে।

বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি,

বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি।

দুঃখ তুমি প্রমিস করো, আমায় ছোবে না,সুখ তুমি প্রমিস কর,

আমায় ছাড়বে না !চোখ তুমি প্রমিস কর, আমায় কাঁদাবে না !আর বন্ধু তুমি প্রমিস কর,

 আমায় ভুলবে না..!!

তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,তুমি এটা উপার্জন করে নাও।

কেউ যদি সাহায্যের জন্য আসে,তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।

কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের,

 কিছু কথা হূদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের ।

বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি , বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি..

Sad Bengali Status For WhatsApp And Facebook

                                                                                  দু:খ
Bengali Status

সময় জুড়ে শুধু শুন্যতা, নীরবে ছুঁয়ে থাকে,

ভুলেও আমি ভাবিনি, হারাবো কখানো তোমায় এভাবে.

তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন,

আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!!!

তুমি ভূল করেও, ভূল করোনি,তাই আমি অপরাধী।

তুমি পথ দেখিয়েও, পাশে হাটনি,তাই এখন আমি একলা হাটি।

প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও

তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে !

এটাই হয়তো পৃথিবীর নিয়ম..!!

ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা…

সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা.

ছিরতে পারিনি আমার মনের পাতা..

যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা !!

কাকে ভাসবাসার জন্য এগিয়েছিলাম যার কাছে আমি দুই চোখের বিশ মাত্র…

 সত্যি বল্ছি তোমাকে খুব ভাল বেসেছিলাম, কিন্তু এখন সত্যি আর বাসিনা.

আকাশে ভাসে মেঘ, মেঘে ভাসে বৃষ্টি. আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি।

আকাশ পেতেছে বুক শুন্য যে তার দেহ, মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ ।

জানি তুমিও একা, আমিও একা.

পার্থক্য হলো শুধু আমি কাঁদি, তুমি কাঁদোনা !

তুমি ভাল আছো, আমি ভাল নাই..!!

তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি,,

 তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর।

এক সাগর কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে ?? যার কারনে নিস্ব হলাম,,

সে তো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!

Birthday Wishes In Bengali

 
                                                                         জন্ম্দিন্
Bengali Status

** নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা >>>শুভ জন্মদিন।

আজকেরই এই দিনেসবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছেদু:খগুলো যাক দুরে।শুভ জন্মদিন !

একটা কথা বলার ছিল .. কি করে বলি.. বলছিলাম যে..
আমি তোমাকে বলতে চাই… হ্যাপি বার্থডে !

কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, শুভ জন্মদিন !!

আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না ..জন্মদিনের শুভেচ্ছা নিও ..

কার স্যাটারডে প্রিয় দিন কার সানডেআমার সুধু প্রিয়  একটা দিন তোমার বার্থডে !হ্যাপি বার্থডে !

তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই,হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।  শুভ জন্মদিন !

আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,  যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।      হ্যাপি বার্থডে !

জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও প্যায়ার !শুভ জন্মদিন !

Marriage Anniversary Status In Bengali                                                                                                                                                        

                                                                        বিবাহ বার্ষিকী
 
Bengali Status

বার্ষিকী হল একে অপরের সাথে প্রতিশ্রুতির পুনরাবৃত্তি

আরো যাতে মধুর হয় আমাদের ভালোবাসা . শুভ বিবাহ বার্ষিকী

সুখী বিবাহের বার্ষিক ঈশ্বর আপনাকে আশীর্বাদ এবং হাসি উপভোগ করাতে পারে.

যদি আমাকে পুনর্জন্মে পুনরায় জীবনসঙ্গিনী বাছ্তে হয় অমি তোমাকেই বাছবো । 

শুভ বিবাহ বার্ষিকী !

আমার প্রিয়তম/প্রিয়তমা , শুভ বিবাহ বার্ষিকী ,  আমার জীবনের সবচেয়ে মধুর অংশ হিসেবে ধন্যবাদ জানাই. ।

শুভ বিবাহ বার্ষিকী,আমার সারাটা জীবন যেন এভাবেই ভালোবেসো।


আমাদের বিবাহবার্ষিকী হল কেবল একটি ক্ষনজন্মা উদযাপন

তবে আমাদের ভালবাসা অপরিসীম্.

শুভ বিবাহ বার্ষিকী, চিরদিন বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা ।


শুভ বিবাহ বার্ষিকী , তোমাকে আমার জীবন সঙ্গিনী পেয়ে, 
          আমি ভগবানের কাছে চির কৃতজ্ঞ .

Also Read:-

Cheat Status 

Miss You Status

Crazy Status 

Cute Selfie Caption For Instagram

Nature Status

Forgiveness Status

Final Words

 এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের  Bengali Status.আরও বিভিন্নধরনের স্ট্যাটাস পেতে visit  করুন আমাদের ওয়েব্সাইট এ www.statusworlds.com. যদি আপনারস্ট্যাটাসগুলি পছ্ন্দ হয়ে থাকে তাহলে Share  করুন আপনার বন্ধুদের সাথে.পুনরায় আসুন  আমাদের ওয়েব্সাইট এ, আমরা থাকবো অপনার অপেক্ষায় . আপনার দিন শুভ হোক . ধন্যবাদ |
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram WhatsApp
Previous ArticleMotivational Status & Quotes For Motivate Yourself Or Others
Next Article {141+} Short Naughty Status & Quotes For Naughty People
Ryme
  • Website

Hey there, I'm Ryme—a passionate explorer of words and worlds. As an author on StatusWorlds.com, I invite you to join me on an exhilarating journey through the realms of thought, knowledge, and creativity. Together, we'll unravel stories, ignite conversations, and embark on a quest for enlightenment. Welcome to my corner of StatusWorlds, where every word is an adventure waiting to be explored.

Keep Reading

110+ Heartwarming Hug Status and Quotes for Every Occasion

171+ FF Status and Quotes for Every Occasion

UA712 Status: 125+ Updates, Quotes, and Insights for Travel Enthusiasts

116+ Inspirational Chanakya Status and Quotes for Success

170+ Inspirational Sabar Status and Quotes

107+ Thought-Provoking Devil Status and Quotes

Add A Comment

Leave A Reply Cancel Reply

Most Popular

SQL Functions: Working with Data Functions

September 21, 2023

107+ Thought-Provoking Devil Status and Quotes

September 21, 2023

Redefining Urban Homes: The Advantages of Renting Furniture

September 21, 2023

Jhut Status 114+ Quotes and Sayings

September 21, 2023
About Us

Welcome to StatusWorlds.com, your digital haven for insightful and engaging content. We are a dynamic blog that caters to a diverse range of interests, delivering thought-provoking articles, entertaining stories, and informative pieces that captivate our readers.

For Any Inquiries

Contact: [email protected]

Our Picks

100+ Shyam Status and Quotes to Inspire Your Spiritual Journey

September 21, 2023

109+ Adivasi Status, Quotes, and Insights into India’s Indigenous Communities

September 21, 2023

Shradhanjali Status:119+ Heartfelt Quotes to Remember Loved Ones

September 21, 2023
Follow Us
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Statusworlds.com © 2023 All Right Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.